মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক, BCN Channel
বিশ্বব্যাপী আলোড়ন তোলা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এবার নতুন এক যুগে প্রবেশ করছে। শুধু তথ্য জানানো বা প্রশ্নের উত্তর দেওয়া নয়—এবার আপনার হয়ে অনলাইনে কেনাকাটাও করবে চ্যাটজিপিটি।
ওপেনএআই সম্প্রতি ঘোষণা দিয়েছে, তাদের প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে “ইন্সট্যান্ট চেকআউট” নামের এক নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির উইন্ডোতেই সরাসরি পণ্য খোঁজা থেকে কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ কোনো ওয়েবসাইটে আলাদা করে ঢোকার প্রয়োজন নেই—চ্যাটের মধ্যেই সব কিছু!
প্রাথমিকভাবে এই ফিচার চালু হচ্ছে ইটসি (Etsy) ও শোপিফাই (Shopify)-এর মতো জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে। এর ফলে ক্রেতারা যখনই কোনো পণ্যের কথা ভাববেন, ঠিক সেই মুহূর্তেই চ্যাটজিপিটি তাদের জন্য প্রস্তাব দেবে এবং তা কেনার সুযোগ করে দেবে।
ওপেনএআই জানায়, “ইন্সট্যান্ট চেকআউট” অনলাইন কেনাকাটার ধারণাকে পুরোপুরি বদলে দেবে। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সময়ের ব্যবধান কমবে, সিদ্ধান্ত গ্রহণ হবে দ্রুত, এবং কেনাকাটার অভিজ্ঞতা হবে আরও সহজ ও আনন্দদায়ক।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ অনলাইন ব্যবসা খাতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে অ্যামাজন, ফ্লিপকার্টসহ অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করবে।
এছাড়া নতুন আপডেটে চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে চ্যাটিং ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পারবেন—একদম মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো সহজভাবে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন