নিজস্ব প্রতিবেদক | BCN Channel
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম খান (৩০)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য (০৩ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৮(ক) ধারায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি শামীম খান (৩০), পিতা- ফজলু খান, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শামীম খান দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০ নিশ্চিত করেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সবসময় জনগণের পাশে রয়েছে।
📍 স্থান: ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ
🗓️ তারিখ: ০৩ অক্টোবর ২০২৫
📰 সংবাদদাতা: BCN Channel নিউজ ডেস্ক