নিজস্ব প্রতিবেদক, BCN নিউজ
ফরিদপুর: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলোচিত জাকু মাতুব্বর (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামি উসমান খা (৩৫)’কে মাদারীপুরের কুনিয়ার হাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা এলাকায় কুতুব (৪৫) নামের এক ব্যক্তির ভ্যান নেওয়া সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে উসমান খা (৩৫)সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় জাকু মাতুব্বর (৫৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে রয়েছেন— শাহালী মাতুব্বর (৬০), সুমন মাতুব্বর (৩০), রোমান মাতুব্বর (১৬), বিজয় মাতুব্বর (১৬), মেহেদী মাতুব্বর (২২), সাদ্দাম মাতুব্বর (২২), উজ্জল মাতুব্বর (২৩), সাহবুদ্দিন মোল্লা (৩৫), রাকিব মাতুব্বর (২৫) এবং ইলাহী মাতুব্বর (৪৫)।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন (মামলা নং–১৪, তারিখ–২৯/০৯/২০২৫,ধারা–১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর সহায়তা চান।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র্যাব-১০ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে মাদারীপুর সদর থানার কুনিয়ার হাট এলাকা থেকে হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি উসমান খা (৩৫), পিতা— বালা খা, সাং— সোনাখোলা, থানা— ভাঙ্গা, জেলা— ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেসবুক ক্যাপশন:
🔴 ভাঙ্গায় জাকু মাতুব্বর হত্যা মামলার আসামি গ্রেফতার!
র্যাব-১০ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে মাদারীপুর থেকে ধরা পড়ল মূল আসামি উসমান খা।
#RAB10 #RAB8 #ভাঙ্গা #ফরিদপুর #BCN_News #হত্যা_মামলা