সংবাদ প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক │ ফরিদপুর
নারী নির্যাতনবিরোধী অভিযানে আবারও সাফল্য দেখাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। ফরিদপুরে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় মূল আসামি মো. মশিউর রহমান পুলক (২৬)-কে গ্রেফতার করেছে সংস্থাটি।
র্যাব-১০ এর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল ১২ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এজাহারনামীয় আসামি মশিউর রহমান পুলককে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক জানান, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, গত ১ জুন ২০২৫ তারিখে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, আসামি পুলক প্রতারণার মাধ্যমে ভিকটিমকে হোটেলে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে পুলকসহ আরও কয়েকজন মিলে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম নিজেই ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন (মামলা নং–০৬, তারিখ–০৫/০৬/২০২৫ খ্রি.), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) তৎসহ দণ্ডবিধির ৩৪৩/৫০৬ ধারায়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর সহায়তা কামনা করে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র্যাব-১০ এর গোয়েন্দা দল আসামিকে শনাক্ত ও গ্রেফতারে নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে সফল হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
র্যাব-১০ বলেছে, “মহিলা ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”