বেতন–ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে নেমেছেন দেশের সরকারি ও বেসরকারি শিক্ষকরা।
ফলে সারাদেশে প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ, কার্যত অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষকরা ১৭ অক্টোবর থেকে আমরণ অনশনে নামার ঘোষণা দিয়েছেন।
📚 বেসরকারি শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে সাড়ে তিন লাখ এমপিওভুক্ত শিক্ষক ও দেড় লাখ কর্মচারী
দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
শিক্ষকদের দাবি—সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে হবে।
কিন্তু শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে ক্ষোভে ফেটে পড়েন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে মিছিল হবে।”
🎓 সরকারি কলেজেও কর্মবিরতির ডাক
শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও আন্দোলনে নেমেছেন।
‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’ ভেঙে দুটি পৃথক অধিদপ্তর করার উদ্যোগের প্রতিবাদে
দেশের সব সরকারি কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “শিক্ষকদের দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তা হিতে বিপরীত হবে।”
🧒 ১৭ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন
৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
১১তম গ্রেডের দাবিতে আন্দোলনে আছেন।
দাবি পূরণ না হওয়ায় তারা আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকায় আমরণ অনশন শুরু করবেন।‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন,
“বহুবার প্রতিশ্রুতি পেয়েছি, বাস্তবায়ন হয়নি। এবার দাবি আদায় না করে ফিরব না।”
📉 শিক্ষার মান নিয়ে শঙ্কা
শিক্ষাবিদরা বলছেন, চলমান আন্দোলনে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “যে জাতির শিক্ষকরা আর্থিকভাবে ভঙ্গুর, সেই জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না।”
রাশেদা কে চৌধূরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বলেন, “শিক্ষকদের ন্যায্য বেতন না থাকলে মানসম্মত শিক্ষা আশা করা অর্থহীন। তারা টিকে থাকার জন্যই প্রাইভেট পড়ানোয় ঝুঁকছেন।”
🏛️ শিক্ষা মন্ত্রণালয়ের নীরবতা, অনিশ্চিত শিক্ষাব্যবস্থা
এ আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় এখনও কোনো সুস্পষ্ট অবস্থান জানায়নি।
তবে সংশ্লিষ্টরা বলছেন,
যদি দ্রুত সমাধান না আসে, পুরো শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
🔸 কী চাইছেন শিক্ষকরা:
মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ভাতা
চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি
প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড
শিক্ষা ক্যাডারের কাঠামোগত সংস্কারে ন্যায়সংগত সমাধান
🔸 কী ঘটছে:
সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি
সরকারি কলেজে ক্লাস বন্ধ, ১৭ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন
শিক্ষার্থীদের সিলেবাস অসম্পূর্ণ, পরীক্ষা অনিশ্চিত
👉 পরিস্থিতি জটিল হচ্ছে প্রতিদিন। শিক্ষকরা বলছেন, এবার আর প্রতিশ্রুতিতে নয়—চাই বাস্তবায়ন।