রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে ১০৫০ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ০৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩টা ৩৫ মিনিটে ডিএমপি, ঢাকার মাতুয়াইল এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. হাফিজুল্লাহ (২২), পিতা- হাবিবুল্লাহ, সাং- মহেশখালীয়া পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
২. মো. শিহাবুল হাসান (২৪), পিতা- মো. জিল্লুর রহমান, সাং- মদনপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য তাদেরকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, “মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।” র্যাব “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে অবিচল থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।