নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় পৃথক দুইটি অভিযানে আনুমানিক ২১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যমানের ৭১ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ ও ৯ অক্টোবর রাতে দুইটি সফল অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযান: সিদ্ধিরগঞ্জে ২৫ কেজি গাঁজা উদ্ধার
গতকাল (০৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. ফারুক (৪৫)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার শঙ্কুচাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
দ্বিতীয় অভিযান: কেরাণীগঞ্জে ৪৬ কেজি গাঁজা উদ্ধার
পরবর্তীতে আজ (০৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব।
এ অভিযানে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজা উদ্ধারসহ আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. আল আমিন (৩৩)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।
র্যাব-১০ জানায়, মাদক সমাজের ভয়াবহ ব্যাধি হিসেবে যুবসমাজকে ধ্বংস করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলবে।